
মোঃ সাদ্দাম হোসেনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র উপদেষ্টা, দলের বর্ষীয়ান নেতা ও জাতীয় রাজনীতির প্রখ্যাত আইনজীবী এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাইয়ের সাথে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ করেছেন বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
এ সময় বরিশালের আইনজীবীরা বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা এবং দলের বিভিন্ন সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। আলাল ভাই বরিশালের আইনজীবী নেতৃবৃন্দকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
সাক্ষাতে উপস্থিত আইনজীবীরা বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং আইনের শাসনের প্রতীক। আর আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ সর্বদা গণমানুষের পক্ষে দাঁড়িয়ে আসছে।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ আলাল ভাইয়ের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং আগামীর আন্দোলন-সংগ্রামে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।