
নিজস্ব প্রতিবেদক : জনগনই সকল ক্ষমতার উৎস শ্লোগানে বরিশালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, রক্তদান ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ কর্মসূচির আয়োজন করেন প্রজন্ম জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বরিশাল জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা। প্রধান অতিথি হিসেবে রক্তদান ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধণ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। আলোচনা সভায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বরিশাল মহানগর শাখার আহবায়ক নুরুল আলম ফরিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে মুক্তিযোদ্ধা আজিজুল হক আক্কাস, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসরাইল পন্ডিতসহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।