
মিল্টন কবিরাজ: বরিশাল নগরীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগরীর জন গুরুত্বপূর্ণ এলাকা চাদমারি, ভাটার খাল ও জর্ডান রোডে এ কর্মসূচি পরিচালনা করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বরিশাল জেলা শাখার সেক্রেটারী আবুল কালাম শাহীন এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ইউনিট লেবেল অফিসার এ এস এম গোলাম কবির, জেলা কমিটির অন্যতম সদস্য এ্যাড. বিলকিস জাহান শিরিন, সদস্য জুলহাস উদ্দিন মাসুদ, মামুন রেজা খানসহ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকবৃন্দ।
মশক নিধন কর্মসূচি পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে আবুল কালাম শাহীন বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভয়াবহ উপদ্রব বরিশালে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বরিশাল বর্তমানে হটস্পট হিসেবে চিহ্নিত। তাই রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে আমরা নিয়মিত মশক নিধন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। অসহায় গ্রস্থ ও দুর্দশা গ্রস্ত মানুষের পাশে দাড়ানোই এই সংস্থার মূল কাজ।
রেড ক্রিসেন্টের এ কার্যক্রমে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও নিয়মিত মশক নিধন কার্যক্রম চালিয়ে যাও