
বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
বুধবার (২১ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইব্রাহিম খলিল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ জহির উদ্দিন বলেন, “জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক সমাজকে মর্যাদার আসনে রাখার পাশাপাশি তাদের পেশাগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আলী হোসেন,মোঃ রুহুল আমিন (আল-আমিন), দেহেরগতি ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ এরশাদ হোসেন, রহমতপুর ইউনিয়ন জামায়েত ইসলামের নায়েবে আমীর দেলোয়ার হোসেন মাস্টার প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে সভায় অংশ নেন সহকারী শিক্ষক আবুল বাশার, মো. কামরুজ্জামান, জসীমউদ্দিন, মো. এনায়েত হোসেন, মো. সোহেল রানা, মো. নিউটন মল্লিক ও মো. কামারুজ্জামানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সভায় শিক্ষার গুণগত মান, নৈতিক শিক্ষা, শিক্ষকদের সামাজিক ভূমিকা ও শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা হয়।