
মিল্টন কবিরাজ : বরিশালের ক্রীড়াঙ্গনে কার্যক্রম পরিচালনাকারী “ফর্মার ক্রিকেটার্স ক্লাব” সমাজসেবা অধিদপ্তর, বরিশাল থেকে আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করেছে। সম্প্রতি ক্লাবটির ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে নিবন্ধন সনদ প্রদান করা হয়।
“ফর্মার ক্রিকেটার্স ক্লাব”কমিটির নেতৃত্বে রয়েছেন, সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নাহিদ পাশা,সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন, শেখ মাহাবুবুর রহমান মনু, তাসরিকুল ইসলাম টুটাম, আবুল হাসনাত নাহিদ, আ.ন.ম শহিদুল ইসলাম, শহিদুল ইসলাম মিলন, মোঃ শাহিন, পিযুষ কৃষ্ণ দুয়ারী, এ্যাড. অরুন কুমার দাস ও মোঃ বজলুর রহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মীর হাসান মোর্শেদ সুমন।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেনমীর মঞ্জুর মোর্শেদ সুজন, ফয়সাল বিন ইসলাম, মহিউদ্দিন খান, রাজিব কুমার হালদার এবং জহিরুল হক শান্ত।সাংগঠনিক সম্পাদক: মাহমুদুল হায়দার, কোষাধ্যক্ষ: দ্বীন মোহাম্মদ লিটন, প্রিয় সম্পাদক: হাসিবুল ইসলাম সজিব, সহ-ক্রিয়া সম্পাদক: জুম্মান হোসেন, প্রচার সম্পাদক: অশোক কুমার রায়, সহ-প্রচার সম্পাদক: মোঃ রোমান শিকদার, দপ্তর সম্পাদক: মোঃ আবদুল বারি, সহ-দপ্তর সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক: এ.বি.এম আতিকুর রহমান মুরাদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক: সৈয়দ মাহমুদুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক: সৈয়দ কামরুল হাসান, সহ-সাংস্কৃতিক সম্পাদক: মোঃ শাকিল শিকদার।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন, মোঃ মাসুদ সিকদার, অসিম কুমার দাস, জিয়াউল হক জেলিন, শাহিল মাহমুদ আলম, শহিদুল ইসলাম, মোঃ জাহিদুল মোর্শেদ তপু, মাইনুল ইসলাম রিন্টু এবং তানজির ওয়াহিদ বাবু। ক্লাবের নবগঠিত কমিটি নিবন্ধন সনদ প্রাপ্তির পর আনন্দ প্রকাশ করে জানায়, সমাজসেবামূলক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফর্মার ক্রিকেটার্স ক্লাব, বরিশাল।
এরই অংশ হিসেবে গত ২২ আগস্ট, শুক্রবার সন্ধ্যা ৭টায় বরিশাল ক্লাব লিমিটেডের সভাকক্ষে এক জমকালো আনন্দ সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আখতারুজ্জামান মামুন। এছাড়াও বরিশাল বিভাগীয় ও জেলা ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, ফর্মার ক্রিকেটার্স ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও অংশ নেন।