
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি// বরিশালের বানারীপাড়ায় “মাদক ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও আমাদের করণীয় শীর্ষক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আর জে এস এফ সদস্য ফিরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান।
কমিউনিটি ভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতা ভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের এ সভায় নাগরিক উদ্যোগের বরিশাল এরিয়া কো- অর্ডিনেটর সুপ্রিয় দত্তের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে সভায় বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন, সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরি প্রমুখ।
এছাড়াও বক্তৃতা করেন নাগরিক উদ্যোগের ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা আবু নাসের মাসুদ, বানারীপাড়া উপজেলা কো-অর্ডিনেটর মহাসিন মিয়া,শিক্ষক ও সাংবাদিক কেএম শফিকুল আলম জুয়েল প্রমুখ।