
নিজস্ব প্রতিবেদক// বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাট এলাকায় মেঘনার শাখা নদীতে অভিযান চালিয়ে অবৈধ জাল ও চর ঘেরা জালের খুঁটি জব্দসহ তিন জেলেকে আটক করা হয়েছে।
সোমবার বিকেলে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ২১ বান্ডেল অবৈধ নতুন বের জাল (নেট জাল) এবং ৬৫০টি চর ঘেরা জালের খুঁটি জব্দ করা হয়। অভিযানে তিনজন জেলেকেও আটক করা হয়েছে।
জব্দকৃত জাল ও খুঁটির আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত তিন জেলের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জাল ও খুঁটিগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার।
অভিযানে সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম, নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।