
মোঃ সাদ্দাম হোসেন //বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান, হাই কমিশনের গভর্নেন্স উপদেষ্টা মিসেস এমা উইন্ড এবং সেকেন্ড সেক্রেটারি মিসেস কেট বরিশাল সফরকালে বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, সুশাসন ও জনগণের ভোটাধিকারসহ নানাবিধ বিষয়ে আলোচনা হয়। প্রতিনিধিদল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিরোধী দলের ভূমিকা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন।
অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বরিশালে গণতান্ত্রিক আন্দোলন, স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট এবং জনগণের প্রত্যাশার কথা তুলে ধরেন। অপরদিকে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গঠনমূলক সংলাপ ও শান্তিপূর্ণ প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেন।