
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি// বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে মোঃ রাজন শিকদার মনোনীত হওয়ায় নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বয়ে গেছে।
গত ২৫ আগস্ট উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সুলতান আহমেদ খান এবং সদস্য সচিব মোঃ অহিদুল ইসলাম প্রিন্স স্বাক্ষরিত ঘোষণাপত্রে রাজন শিকদারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ খবরে রহমতপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করেন রাজন শিকদারকে।
নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে দিনটি উদযাপন করেন। উপস্থিত সকলে রাজন শিকদারের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির সংগঠন আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।