উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল হারতাসহ বিভিন্ন স্থানে পরিদর্শন করেন এবং অবৈধ স্থাপনা সড়িয়ে ফেলার নির্দেশ দেন। ২৮ আগষ্ট বেলা ১১ টার দিকে তিনি উপজেলার বিভিন্ন স্থানে পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি দেখে সকল অবৈধ স্থাপনা অচিরেই অপসারণ করার নির্দেশ দেন। তা না হলে পরবর্তীতে সকল অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়ার ঘোষণা দেন তিনি।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল বলেন অবৈধ স্থাপনার বিষয়ে ইউএনও স্যারকে অবহিত করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে স্থানীয়রা সরকারি জমি দখল মূক্তসহ অবৈধ স্থাপনা অপসারণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল এর সু-দৃষ্টি কামনা করেছেন।