
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// মাদ্রাসা শিক্ষা বর্তমানে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা। এখানে যেমন ধর্মীয় জ্ঞান অর্জন করা সম্ভব, তেমনি আধুনিক সমাজ ব্যবস্থার সাথে নিজেকে গড়ে তোলার জন্য এটি একটা অনন্য মাধ্যম। মাদ্রাসা শিক্ষা এখন আর ধর্মীয় ও পরকালীন শিক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়, এখান থেকে শিক্ষা নিয়ে সমাজ সংস্কারক হিসাব প্রতিষ্ঠা লাভ করা যায়। মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে উপজেলার বিভিন্ন মাদ্রাসা প্রধানদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার সকাল ১১ টায় বাকেরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে উপজেলার বিভিন্ন মাদ্রাসা প্রধানদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে ও বিহারীপুর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোয়াজ্জেম হোসেন আনসারীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।
পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করে বিভিন্ন আলোচকবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, সহাকারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, অধ্যক্ষ মাওঃ সফিকুর রহমান, অধ্যক্ষ মাওঃ মোঃ আবুবকর সিদ্দিক, মাও মোঃ আবুল হোসাইন, মাওঃ মোঃ দিদারউল্লাহ। প্রবীন মাওঃ মোঃ আকম আলী আহমেদ প্রমূখ।
মতবিনিময় সভায় সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষক এবং অভিভাবকদের পাশাপাশি পরিচালনা কমিটির সদস্যদের আরো নীতিবান হতে হবে।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন মাদ্রাসার অবকাঠামোগত সমস্যাসহ মাদ্রাসার গুনগত পরিবেশ ফিরিয়ে আনার জন্য ইবতেদায়ি এবং সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি এবং ইবতেদিয়া মাদ্রাসাগুলোকে জাতীয়করনের জন্য সচিব মহোদয়ের নিকট দাবী জানান।অপরদিকে বাকেরগঞ্জ উপজেলার মাদ্রাসাগুলোয় কারিগরি বিভাগ খোলার জন্যও দাবী জানান উপস্থিত মাদ্রাসার প্রধানগন।