বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি : বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম ২৯ আগস্ট শুক্রবার বাদ আসর বাবুগঞ্জ উপজেলার নতুনহাট বাজারে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ী, বাজারের ক্রেতা-বিক্রেতাসহ সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাতপাখা প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ শামসুল হক, সহকারী হাফেজ মাওলানা রাসেল হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মাদ নুরুল ইসলাম, মুফতী বেলাল হোসাইন, অর্থ সম্পাদক মোঃ আবদুল জব্বার, মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন খান, ইসলামী যুব আন্দোলন সভাপতি মুহাম্মাদ আবদুল্লাহ, প্রচার সম্পাদক মুহাম্মাদ আরিফুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ জাহিদুল ইসলামসহ দেহেরগতি ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব মাইনুল ইসলাম মুন্না, সহ-সভাপতি হাফেজ মুহাম্মাদ আল আমীন ও অন্যান্য নেতৃবৃন্দ।
গণসংযোগকালে উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম বলেন, “ইসলামী রাজনীতি মানেই কল্যাণমুখী ও মূল্যবোধভিত্তিক নেতৃত্ব। জনগণের অধিকার নিশ্চিত এবং একটি আদর্শ রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকের বিকল্প নেই।”