
ববি প্রতিনিধি: মহিবুল্লাহ সুজন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত হলো ভিন্নধর্মী কর্মসূচি। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী ও সংগঠক মোঃ ওয়াহিদুজ্জামান এর উদ্যোগে এই দিন ক্যাম্পাসে ফুলগাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে মোঃ ওয়াহিদুজ্জামান বলেন—”গণতন্ত্র প্রতিষ্ঠা ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ছাত্রদল সর্বদা ইতিবাচক ভূমিকা রাখবে। একটি সুন্দর, সবুজ ও প্রাণবন্ত ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে আজকের এই প্রতীকী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও জানান, পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে সবুজ চেতনা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। কর্মসূচিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ও ছাত্রদলের তরুণ নেতৃবৃন্দ মো:আবু রায়হান, আসলাম, বায়েজিত , জুবায়ের রাফি ও রনিসহ প্রমূখ উপস্থিত ছিলেন । উপস্থিত শিক্ষার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং শিক্ষাজীবনকে আরও অনুপ্রেরণাদায়ক করে তুলবে।