
মোঃ সাদ্দাম হোসেন //বরিশালের চরকাউয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়েছে। সোমবার বিকেলে চরকাউয়া ইউনিয়ন বিএনপির নেতা এ্যাডভোকেট মোকলেচুর রহমান কাজী এর নেতৃত্বে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি জিলা স্কুল মোর থেকে সমাবেশের জোগ দেয়।
মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করার শপথ নেন।
নেতৃবৃন্দ বলেন, বিএনপি জনগণের দল, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেই এই দলের জন্ম। ভবিষ্যতেও বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।