
সাইফুল ইসলাম, বাবুগঞ্জঃ বরিশাল, বাবুগঞ্জ — বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টায় দোয়ারিকা মানিকাঠি ও রহমতপুর ইউনিটের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রহমতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. হাসান আলী এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দেহেরগতি ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াত সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আব্বাস উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সম্ভাব্য প্রার্থী ও বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম এবং সেক্রেটারি মাওলানা আব্দুল সালাম মাঝি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আকবর আলী, জামায়েত নেতা মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মাস্টার দেলোয়ার হোসেন ও আবুল হোসেন খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও তা থেকে শিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। সভা শেষে দেশ, জাতি ও উম্মাহর শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।