
মোঃ সাদ্দাম হোসেন //বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ ৫নং চরমোনাই ইউনিয়নের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আল মামুন। তিনি বলেন, স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় কর্মীদের আরো ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পি। তিনি বলেন, দলের ভিত্তি শক্তিশালী করতে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে কর্মীসভা আয়োজন অত্যন্ত জরুরি।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য- মোঃ শামিম গাজী, মোঃ আলামিন হোসেন অপু, মোঃ শহিদুল ইসলাম কিরন, মোঃ রিপন হাওলাদার
সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নেছার উদ্দিন জাফর।
সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামসুল কবির ফরহাদ।
কর্মীসভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের দুঃশাসন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল সর্বদা রাস্তায় থেকে আন্দোলন চালিয়ে যাবে। নেতারা আগামী দিনের আন্দোলনে কর্মীদের আরো ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।