
নিজস্ব প্রতিবেদক,বরিশাল: বরিশাল নগরীর পুকুর, খাল, নদী ও জলাশয় সংরক্ষণের দাবিতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নগরীর বিডিএস মিলনায়তনে বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সম্মিলিত নাগরিক আন্দোলন বরিশালের সভাপতি টুনু রানী কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংলাপ সঞ্চালনা করেন বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের আহ্বায়ক শুভংকর চক্রবর্তী।
প্রাণ প্রকৃতি রক্ষায় পুকুর, খাল, নদী ও জলাধার সংরক্ষণে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিসহ জনসাধারণের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন বক্তারা। সংলাপ শেষে বরিশাল জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেয়।
নাগরিক সংলাপে বেলা বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন, ক্যাব বরিশালের সম্পাদক রনজিৎ দত্ত, পরিবেশ ও উন্নয়ন ফোরামের আহবায়ক এ্যাডভোকেট সুভাষ দাস, পরিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য আকতার হোসেন, সাংবাদিক মইনুল ইসলাম সবুজ, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, আইসিডিএ-এর নির্বাহী পরিচালক কাজী নওসাদ রাসেল, আরোহির নির্বাহী পরিচালক এটিএম খোরশেদ আলম, প্রান্তজনের নির্বাহী পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম শাহাজাদা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রাচ্যেও ভেনিস বরিশাল নগরীতে এক সময় অসংখ্য পুকুর, খাল ও জলাশয় ছিল। কিন্তু রাজনৈতিক নেতা ব্যক্তিবর্গের কার্যকরী উদ্যোগের অভাবে বহু খালসহ জলাধার হারিয়েছি আমরা। হাজার হাজার দখলকারী নগরীর পাশ্ববর্তী নদীকে দখল করে দূষণ করছে। প্রকৃতির উপর এমন অবিচার করায় বরিশাল নগরীর ভূগর্ভস্থ পানির স্তর ইতিমধ্যে তিন সেন্টিমিটার নিচে নেমে গেছে। তাই আমাদের সচেতন হওয়ার সময় এসেছে। প্রকৃতি রক্ষায় আমরা গুটি কয়েক ব্যক্তি নগরীর প্রভাবশালীদের বিরুদ্ধে বছরের পর বছর লড়ে যাচ্ছি। কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের দাপটের কাছে পরাজয় বরণসহ হামলারও শিকার হয়েছি। তাই বরিশালের পরিবেশ রক্ষায় রাজনৈতিক, প্রশাসনিক ব্যক্তিবর্গসহ সকল শ্রেণিপেশার মানুষের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
নাগরিক সভায় সুশিল জমাজের প্রতিনিধি, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, এনজিও কর্মী, নারী সংগঠনের সদস্য, কৃষক, সাংবাদিক, পরিবেশ কর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশগ্রহন করেন।