
নিজস্ব প্রতিবেদক// বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি এলাকার দরবার হাজী বাড়ির সামনের খালের ওপর নির্মিত একটি পুরনো ব্রিজ বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ভেঙে খালের মধ্যে পড়ে গেছে।
এতে এলাকার কয়েকটি গ্রামের মানুষের চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, পাশাপাশি বরিশাল শহরের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে বাল্কহেডযোগে অবৈধভাবে বালু পরিবহনের সময় বাল্কহেডটি ব্রিজের সঙ্গে ধাক্কা খায়। এতে ব্রিজটি ভেঙে পড়ে যায়। ফলে দক্ষিণ লামছড়ি, চরবাড়িয়া, কাজীরচর, হরিনাথপুরসহ অন্তত ৪-৫টি গ্রামের মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছে।
ব্রিজ ভেঙে যাওয়ায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) লামছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলে যেতে পারেনি। কারণ ওই ব্রিজটিই ছিল তাদের যাতায়াতের একমাত্র পথ।
স্থানীয় ইউপি সদস্য মো. আল-মামুন জানান, ‘ব্রিজটি অনেক পুরনো ছিল। দীর্ঘদিন ধরে নদী থেকে রাতের আঁধারে বালু কেটে বাল্কহেডে করে নেওয়া হচ্ছিল। বুধবার রাতে একটি বাল্কহেড ব্রিজে ধাক্কা দিলে তা ভেঙে পড়ে যায়। এখন গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে দিনমজুর ও শিক্ষার্থীরা দারুণ ভোগান্তিতে আছে।’
তিনি আরও জানান, ‘বিষয়টি এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়নি। তবে আগামী রবিবার তাদেরকে জানানো হবে।’
এ বিষয়ে বরিশাল এলজিইডি উপজেলার প্রকৌশলী জানান, ‘ব্রিজটি ভেঙে যাওয়ার পর দ্রুত অস্থায়ীভাবে একটি সাঁকো তৈরি করে দেওয়া হবে, যেন মানুষ চলাচল করতে পারে। বরাদ্দ পাওয়া গেলে ব্রিজটি নতুন করে নির্মাণ করা হবে।’
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার মোবাইলে চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি, কারণ তিনি ফোন রিসিভ করেননি।