
নিজস্ব প্রতিবেদক// বরিশালের মুলাদী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক কবির হোসেন মল্লিকসহ ২৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটপাটের মামলা হয়েছে।
বুধবার মুলাদী সদর ইউনিয়নের বজায়শুলী গ্রামের বেল্লাল সরদারের স্ত্রী জেসমিন বেগম বাদী হয়ে বরিশাল বিচারিক আদালতে এ মামলা করেন।
আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
মামলায় উল্লেখ করা হয়, ১৩ সেপ্টেম্বর কবির হোসেন মল্লিকের লোকজন তার বাড়িতে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তারা গালিগালাজ করে চলে যায়। পরে ওই দিন সন্ধ্যায় কবির হোসেন মল্লিকের নেতৃত্বে ৩০-৩২ জন লোক রামদা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে গিয়ে ফের দুই লাখ টাকা দাবি করেন। টাকা দিতে পারবেন না জানালে তারা ঘরের বেড়া কেটে ৯ লাখ টাকার স্বর্ণালংকার, ১ লাখ ৪৩ হাজার টাকা, ৯টি গরু, ৫টি ছাগল, ১৭টি রাজহাঁস, ২০টি মুরগি লুট করে নিয়ে যায়।
বিষয়টি থানায় জানালেও কোনো ব্যবস্থা নেননি পুলিশ। সোমবার রাতে কবির হোসেনের বাড়ির পাশ থেকে ৯টি গরু উদ্ধারের পরে থানায় গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে যাওয়ার কথা জানায়। পরে বুধবার কবির হোসেন মল্লিক, মেজবা মল্লিক, নিয়ন মল্লিক, ইমন মল্লিকসহ ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন।
এ ব্যাপারে কবির হোসেন মল্লিক জানান, বেল্লাল সরদারের বাড়িতে লুটপাট হয়েছে কিনা আমার জানা নেই। তবে বেল্লাল হত্যা মামলার আসামি। এলাকার মানুষকে হয়রানি করতে তার স্ত্রী ২৯ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করতে পারেন।