
নিজস্ব প্রতিবেদক// বরিশাল নগরীতে মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ শাকিল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানার অধীন স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির একটি দল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি বালুর মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ২০০ পুরিয়ায় মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক শাকিল নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের আলেকান্দা রিফিউজি কলোনী এলাকার মনির খানের ছেলে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। আটক শাকিলের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।