
নিজস্ব প্রতিবেদক// ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’ প্রতিপাদ্য নিয়ে বরিশালে সোমবার বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা ও শিশু অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং-এর সভাপতিত্বে আলোচনা সভা ও সমাবেশে প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক মোহাম্মাদ দেলোয়ার হোসেন বলেন, আমাদের শিশুদের প্রতি আরো যত্নশীল হতে হবে। তিনি বলেন, শিশু বয়সটি অত্যন্ত স্পর্শকাতর আজকের শিশুরাই আগামী দিনে দেশ পরিচালনা সহ সার্বিক নেতৃত্বে আসবে।
সুতরাং শিশু বয়স থেকেই তাদের প্রতি যতœ সহশিক্ষা, সামাজিক জ্ঞান ও মানবিক গুণাবলি তৈরিতে আমাদের যথাযথ দায়িত্বশীল হতে হবে। জেলা প্রশাসক বলেন, কেউই খারাপ হয়ে এ পৃথিবীতে জন্মগ্রহণ করেনা, আমাদের পারিপাশ্বিক অবস্থাসহ সামাজিক অবক্ষয় এবং তাদের সঠিকভাবে গড়ে তোলার সংকটেই আজ সমাজে কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদকাশক্তের তৈালিকা ভারি হচ্ছে। আবার মেধাবী শিক্ষার্থীও তৈরি হচ্ছে। তিনি শিশুদের সঠিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে অপন ঘরসহ শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের ভ’মিকার ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন, ইউনিসেফ’র চীফ ফিল্ড অফিসার মোঃ আনোয়ার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন্নাহার মুন্নী। অনুষ্ঠানে বিপুল সংখ্যা শিশু ও অভিভাবকসহ বিভিন্ন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।