
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// কেদারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান মিল্টনের শারীরিক খোঁজখবর নিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গিয়েছেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার ও বাবুগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন।
গতকাল (৬ অক্টোবর ) তারা হাসপাতালে গিয়ে মিল্টনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
প্রসঙ্গত, কেদারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিল্টনের পায়ে অপারেশন (সার্জারি) করা হবে বলে জানা গেছে। যে কারণে তিনি বেশ কিছুদিন যাব হসপিটালে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।