
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জে চুরির মামলা না নেয়া এবং অবিলম্বে মামলা রেকর্ড করে চুরির সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার বোতরা বাজারে ব্যবসায়ীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী মোঃ নুরুল আমিন কাজী, মোঃ বেল্লাল হাওলাদার, আবদুল মন্নান খান, মোঃ বাবুল সিকদার প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোতরা বাজার চোর-ডাকাতদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিগত ছয় মাসে বাজারের কয়েকটি দোকানে চুরি সংঘটিত হয়েছে।
সম্প্রতি গত ১৪ সেপ্টেম্বর বাজারের কাপড় ব্যবসায়ী কাজী বস্ত্রালয় এন্ড টেইলার্স এবং বিকাশ মোবাইল ব্যাংকিং স্বত্বাধিকারী নুরুল আমিন কাজীর দোকানে চুরি হয়। এসময় চোরেরা নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা ও লুঙ্গি, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট পিস, থ্রি পিসসহ ৯৫ হাজার মালামাল চুরি করে নিয়ে যায়।
বক্তারা বলেন, চুরির এ ঘটনায় দোকান মালিক নুরুল আমিন কাজী বাদি হয়ে স্থানীয় নাছির মৃধার পুত্র সিরাজ মৃধা, ইমরান মৃধা ও শান্ত মৃধার বিরুদ্ধে চুরির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। পুলিশ তদন্ত করে চুরির সাথে ইমরান মৃধাদের সম্পৃক্ততা পেলেও ইউনিয়নের এক প্রভাবশালীদের নেতার তদ্বিরে মামলা নেয়নি।
এতে বাজারের ব্যবসায়ীরা হতবাক ও বিস্ময় প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী নুরুল আমিন কাজী বলেন, থানা পুলিশ মামলা না নেয়ায় তিনি ৫ অক্টোবর বরিশালে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেছেন।
বিজ্ঞ বিচারক থানা পুলিশকে তদন্ত করার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।অবিলম্বে ব্যবসায়ীরা নুরুল আমিন কাজীর অভিযোগ তদন্ত করে মামলা এজাহারপূর্বক জড়িত সিরাজ মৃধা, শান্ত মৃধা ও ইমরান মৃধাকে গ্রেফতারের দাবি জানান।