
নিজস্ব প্রতিবেদক// বরিশালের আগৈলঝাড়া খালাবাড়ি বেড়াতে এসে জান্নতুল ইসলাম রাবেয়া নামের ১৮ বছরের এক যুবতি বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেছে।
গতকাল সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। বিয়টি নিশ্চিত করেছে আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুশংকর মল্লিক। নিহত উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের মিজানুর রহমারেন মেয়ে।
নিহতর মা মুক্তা বেগম জানান, আমার মেয়ে জান্নতুল ইসলাম রাবেয়া কে নিয়ে প্রায় একমাস পূর্বে আগৈলঝাড়া উপজেলার শিহিপাসা গ্রামে আমার বোন বাহামুদা খানমের বাড়ি বেড়াতে আসি। গতকাল সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ৬ টার সময় ঘরে জানালা বন্ধ করতে যায়, সেখানে বিদ্যুতের ঝুলান্ত একটি তার ছিলো ওই তারে হাতলেগে বিদ্যুতে সক লেগে গুরতর আহত হয়। তাকে স্থানীয়দের নিয়ে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্মরত ডাক্তার তাকে মৃত বলে জানায়।
তিনি আরো জানান, আমার মেয়ে জান্নতুল ইসলাম রাবেয়াকে আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের মো. আল-আমির সরদারে সাথে ৪ মাস পূর্বে বিয়ের কথা পাকাপাকি হয়েছে। আগামি মাসে তাকে আনুষ্ঠানিক ভাবে বিয়ের অনুষ্ঠান করার কথা রয়েছিলো। আমার মেয়ের আর শ্বশুরবাড়ি যাওয়া হলোনা।
এ ব্যপারে আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুশংকর মল্লিক জানান, জান্নতুল ইসলাম রাবেয়া নামের ১৮ বছরের এক যুবতি বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যায়। আমরা খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশ উদ্ধার করি। এ বিষয়ে আগৈলঝাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।