
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥ বাবুগঞ্জ উপজেলায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য “সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার, সাইবার নিরাপত্তা ও সাইবার বুলিং” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বাবুগঞ্জ উপজেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এফ. এম. নাজমুস সালেহীন, সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
কর্মশালায় অংশগ্রহণকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, ভুয়া সংবাদ প্রতিরোধ, এবং সাইবার বুলিং থেকে সুরক্ষিত থাকার উপায় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।