
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও জাতীয় পুনর্গঠনের লক্ষ্যে প্রণীত ৩১ দফা রূপকল্প বাস্তবায়ন ও জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে বাবুগঞ্জ উপজেলা বিএনপি এক আলোচনা সভার আয়োজন করেছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে বাবুগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহমেদ খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দুলাল চন্দ্র সাহা।
এসময় উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার, সাধারণ সম্পাদক রাজন সিকদার, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক মোস্তফা দুয়ারী, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক মাস্টার, শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস, যুবদলের আহ্বায়ক রকিবুল ইসলাম খান রাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন, সদস্য সচিব ইয়াসির আরাফাত, মহিলা দলের নেত্রী রেশমা রহমান এবং বিএনপি নেতা হাসানুজ্জামান আর্মি খোকন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের প্রণীত ৩১ দফা রূপকল্পই আগামী দিনের রাজনৈতিক পরিবর্তনের দিকনির্দেশনা।
তারা আরও বলেন, এই রূপকল্প বাস্তবায়নে দলীয় ঐক্য ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সভা শেষে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।