উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী সাতলার লাল শাপলার স্বর্গরাজ্য ও অনাবিল সৌন্দর্য মাছের পেটে। আগামীতে লাল শাপলার সৌন্দর্য রক্ষায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার আশ্বাস। সুত্রে জানা যায় সাতলায় লাল শাপলা বিলে গ্রাস কাপ, রুই,কাতলাসহ বিভিন্ন প্রজাতির গাছ চাষ করে থাকে।
এসব মাছে লাল শাপলাগুলো খেয়ে ফেলছে। তাই অল্প দিনের মধ্যেই সৌন্দর্য বিলিন হয়ে যায়। এদিকে মাছের তান্ডবে সাতলা মুড়িবাড়ি বিলে পর্যাপ্ত লাল শাপলা না-থাকায় পর্যটন কেন্দ্রে শতাধিক নৌকার মাঝি অলস সময় পাড় করছেন। অপরদিকে দিন দিন কমে যাচ্ছে দর্শনার্থীদের সংখ্যা।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার প্রচেষ্টায় নির্মিত হয়েছে দর্শনার্থীদের নৌকায় ওঠা, নামার ঘাটলা,ছাউনি ও রিসোর্সসেন্টার। মাছের ঘেরের কারনে আস্থা হারাচ্ছে মানুষ। এছাড়া সড়কে প্রটেকশন ছাড়াই মাছ চাষ করায় দিন দিন রাস্তা ধসে পড়ছে। এদিকে ঐতিহ্যবাহী সাতলায় লাল শাপলার সৌন্দর্য রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।