
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় রানা আহম্মদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর বোর্ড মাধ্যমিক বিদ্যালয় এলাকায় মুলাদী-মীরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রানা আহম্মদ কাজিরচর ইউনিয়নের আলাউদ্দীন আহম্মদ হাওলাদারের ছেলে। তিনি মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে চাকরি করতেন বলে জানান পরিবারের সদস্যরা।
মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে মুলাদী যাওয়ার পথে তিনি মারাত্মক আহত হন। ওই সময় চরলক্ষ্মীপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী রিনা বেগমও আহত হন।
স্থানীয়রা রানা আহম্মদ ও রিনা বেগমকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা রানাকে মৃত ঘোষণা করেন।
রিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় রানা নামের এক যুবক নিহত হয়েছেন এবং এক নারী পথচারী আশঙ্কাজনক ভাবে আহত হয়েছেন। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।