
নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে তরুণ ব্যবসায়ী ঋণের চাপে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা এগারোটার সময় বড় কসবা মহল্লার বাসিন্দা ও টরকী বন্দরের মনোহারী (মুদি) দোকানি সয়ন ফকির (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তিনি স্থানীয় দুলাল ফকিরের ছেলে। মডেল থানা পুলিশ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সয়ন ফকির বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে আর্থিক সংকটে পড়েছিলেন। দেনার দায়ে তিনি গত এক সপ্তাহ ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে এগারোটার সময় দোকানে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। পরে বেলা ১১টা ৪০ মিনিটের সময় স্থানীয়রা বাড়ির পাশে পুকুর পাড়ে একটি ফলজ গাছে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। দুপুর বারটার দিকে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”