
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মহিলা সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার চরাদি ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহিলা দল নেত্রী মোসাম্মৎ সাফিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি মির্জা খাদিজা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মিসেস নাসিমা আক্তার।
সমাবেশে বক্তব্য রাখেন চরাদি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাকির ডাকুয়া।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং নারী সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। পরে নারী ভোটারদের মধ্যে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।