
নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ডে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোররাত প্রায় পাঁচটার দিকে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবুল কালামের লাকড়ির ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরটিতে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, তারা আগুনের লেলিহান শিখা দেখে ছুটে এসে পানি ও বালু ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা লাকড়ি, কিছু গৃহস্থালি সামগ্রী ও মূল্যবান জিনিসপত্র গবাদি পশুর খাবার ও ধান পুড়ে ছাই হয়ে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ও মশার কয়েল থেকে ও হতে পারে। ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা পঞ্চাশ হাজার টাকার।