
মোঃ সাদ্দাম হোসেন // গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছরে পদার্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। এ উপলক্ষে চরকাউয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে নেতৃত্ব দেন চরকাউয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ সোহাগ সিকদার, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক বিন্দু। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালিটি বরিশাল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।