1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল মহানগরীতে বেওয়ারিশ কুকুরের আক্রমণের শিকার ২৫ হাজার মানুষ - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
নারীর হাতে মার খেয়ে অস্ত্র ফেলে পালাল ৩ ছিনতাইকারী অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ : দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা চরফ্যাশনে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজন গ্রেপ্তার পুলিশ কর্মকর্তার শরীরে ককটেল নিক্ষেপ হাজিরা দিতে এসে ছাত্রদল নেতা রক্তাক্ত লালমোহনে ইয়াবা ও গাঁজাসহ আটক-৩ বরগুনায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্কুলছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, থানায় গেলেন প্রথম স্ত্রী বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ

বরিশাল মহানগরীতে বেওয়ারিশ কুকুরের আক্রমণের শিকার ২৫ হাজার মানুষ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক// বরিশাল মহানগরীতে গত অর্থ বছরে অন্তত ২৫ হাজার মানুষ বেওয়ারিশ কুকুরের আক্রমণের শিকার হয়েছেন। গত কয়েক বছর ধরে এ নগরীতে ২৫ হাজার মানুষ এসব বেওয়ারিশ কুকুরের হিংশ্রতার শিকার হচ্ছে বলে জানা গেছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞার আলোকে সরকারি নির্দেশনায় বেওয়ারিশ কুকুর নিধন বন্ধ থাকায় সমগ্র দক্ষিণাঞ্চলের মত বরিশাল মহানগরীতেও বেওয়ারিশ কুকুরের সংখ্যা লাগামহীনভাবে বেড়ে চলায় জনস্বাস্থ্য ও সুস্থ সমাজ ব্যবস্থা চরম মানবিক বিপর্যয়ের মুখে।

আতঙ্কিত সাধারণ পথচারী থেকে শুরু করে নারী ও শিশুরা চরম নিরাপত্তহীনতায়। সদ্য শুরু হওয়া ভাদ্রমাস কুকুরের প্রজনন মৌসুম বিধায় এসময়ে বেওয়ারিশ কুকুরের অচরগত নানা ত্রুটি লক্ষ্য করা যায়। এসময়ে ক্ষিপ্ত ও ক্ষুধার্ত বেওয়ারিশ কুকুর সাধারণ মানুষের ওপর হামলা করার প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে বলেও বিশেষজ্ঞগণ লক্ষ্য করেছেন।

সদ্য সমাপ্ত অর্থ বছরেও বরিশাল জেনারেল হাসপাতাল থেকে কুকুরে আক্রমণের শিকার ১০ হাজার নারী-পুরুষ ও শিশুকে জলাতঙ্ক প্রতিরোধী ‘এআরভি’ প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

২০২৩-২৪ অর্থ বছরেও প্রায় অনুরূপ ইনজেকশন প্রদান করা হয়। তবে এ ভ্যাকসিনের সংখ্যাও চাহিদার ৬০ভাগের বেশী নয় বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক বরিশাল জেনারেল হাসপাতালের দায়িত্বশীল মহল। তাদের মতে প্রতিমাসেই সেন্ট্রাল মেডিকেল স্টোরে ভ্যাকসিনের চাহিদা দেয়া হলেও সরবরাহের হার কখনোই অর্ধেকের বেশী নয়। ফলে যে পরিমাণ কুকুরে কামড়ান রোগী আসছে, তার ৬০ ভাগের বেশী আমরা ভেকসিন দিতে পারছিনা। ফলে অনেকেই নানা ধরনের ঝাড়ফুঁক সহ ‘আখেরগুর পড়া’র মত সনাতন ‘টোটকা পদ্ধতি’র চিকিৎসা বেছে নিতে বাধ্য হচ্ছেন। অনেকেই প্রয়োজনের অনেক পরে ভেকসিন পাচ্ছেন। সব মিলিয়ে চাহিদার অর্ধেক থেকে ষাটভাগের বেশী রোগীকে এআরভি দেয়া সম্ভব হচ্ছে না।

উচ্চ আদালতসহ সরকারি নির্দেশনার আলোকে বণ্যপ্রাণীর মত বেওয়ারিশ কুকুর নিধন বন্ধ হয়ে যাবার পরে বরিশাল মহানগর সহ সমগ্র দক্ষিণের জনপদ যুড়ে বেওয়ারিশ কুকুরের সংখ্যা লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে খাবার সংকটে নিয়ন্ত্রণহীন এসব প্রাণী ক্রমশ হিংস্র হয়ে উঠছে। মারাত্মক সামাজিক সমস্যার সাথে নিরাপত্তা নিয়েও যে সংকট তৈরি হয়েছে, তা নিয়ে কোন সমন্বিত ভূমিকা পালন করছেনা বরিশাল সিটি করপোরেশন এবং প্রাণি সম্পদ অধিদপ্তর সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো। অথচ প্রতিনিয়ত বেওয়ারিশ কুকুরের হামলার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

চক্রাকারে এসব বেওয়ারিশ প্রাণীর লাগামহীন প্রজনন অব্যাহত থাকায় ক্ষুধার্ত ও ক্ষিপ্ত কুকুর রাত বাড়ার সাথে বরিশাল মহানগরী রাস্তাঘাটের দখল নিচ্ছে। গভীর রাতে ও প্রত্যুষে পথচারীদের দেখলেই তাড়া করছে বেওয়ারিশ কুকুরের দল। এমনকি পথচারীর হাতে কোন ধরনের খাবারের প্যাকেট থাকলে তা রাস্তায় ফেলে না দেয়া পর্যন্ত একাধিক কুকুর তাকে ঘিরে ধরে কামড়াতে উদ্যত হচ্ছে। ফলে প্রাণ বাঁচাতে শুধু খাবার নয়, হাতের সব কিছু ফেলে দৌড়ে পালাতে বাধ্য হন অনেক পথচারী।

বরিশাল মহানগরীর মত সমগ্র দক্ষিণাঞ্চল জুড়েই বেওয়ারিশ কুকুর এখন একটি প্রকট সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। অথচ খোদ বরিশাল মহানগরীতে বেওয়ারিশ কুকুরের সংখ্যা নগর ভবনের কাছে নেই। তবে ২০২২সালে প্রায় ৫ হাজার বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী ভেকসিন প্রদানের পরে অতি সম্প্রতি আরো ৩ হাজার ৬শ বেওয়ারিশ কুকুরকে অনুরূপ ভেকসিন প্রদানের কথা জানিয়েছেন নগর ভবনের প্রাণী সম্পদ কর্মকর্তা।

সিটি করপোরেশনের প্রাণী সম্পদ কর্মকর্তা ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার মতে যেসব কুকুরকে টিকা প্রদান করা হয়েছে, তাদের কামড়ে জলাতঙ্কের কোন আশঙ্কা থাকেনা। তাদের মতে কোন পরিসংখ্যান না থাকলেও নগরীর অন্তত ৮০-৯০ ভাগ কুকুরকে ভেকসিন প্রদান সম্ভব হয়েছে। তবে ভেকসিন না দেয়া অবশিষ্ট কুকুরে না কামড়ানোর কোন নিশ্চয়তা দিতে পারেন নি এসব কর্মকর্তাগণ। এমনকি কোন কুকুরকে ভেকসিন দেয়া হয়েছে তা শনাক্ত করার কোন উপায় না থাকায় নিরাপদ কুকুরে কামড়ালেও সবাই এআরভি গ্রহণের জন্য হাসপাতালের শরণাপন্ন হচ্ছেন।

বরিশাল সিটি করপোরেশনের প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম জানান, সরকারি নির্দেশনায় নিধন বন্ধ থাকায় আমরা ভেকসিন প্রদান করে বেওয়ারিশ কুকুরগুলোকে নিরাপদ রাখার চেষ্টা করছি।

আগের নগর পরিষদের সময় বরিশাল মহানগরীর বেওয়ারিশ কুকুরগুলোকে বন্ধ্যাত্ব করণের একটি উদ্যোগ গ্রহণ করা হলেও পরে তা স্তিমিত হয়ে যায়। ২০২৩-এর নির্বাচিত সিটি মেয়র দায়িত্ব গ্রহণের পরে নগরীর বেওয়ারিশ কুকুরগুলোকে দুরে একস্থানে নিরাপদে লালন পালনের কথা বললেও পরে তাও বাস্তবায়ন হয়নি। ফলে পুরো বরিশাল মহগানগরীর রাত থেকে ভোর এখন বেওয়াশি কুকুরের দখলে। এমনকি দিনের বেলাতেও এনগরীর রাজপথ আগলে দাঁড়াচ্ছে বেওয়ারিশ কুকুরের দল।

এসব বিষয়ে বরিশালে বিভাগীয় প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসারের সাথে আলাপ করা হলে তিনি জানান, বিষয়টি বরিশাল মহানগরী সহ সমগ্র দক্ষিণাঞ্চলেই একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা তৈরি করছে। বণ্যপ্রাণীর মত বেওয়ারিশ কুকুর নিধনেও নিষেধাজ্ঞার কারণে এসব প্রাণীর বন্ধ্যাত্ব পদ্ধতির কোন বিকল্প নেই বলেও জানান তিনি। আর সে লক্ষ্যে দক্ষ প্রাণী সম্পদ শল্য চিকিৎসক সহ নিরাপদ অবকাঠামো প্রয়োজন। সরকারি নির্দেশনা পেলে সিটি করপোরেশন সহ জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় তা বাস্তবায়ন সম্ভব হবে বলেও মনে করেন তিনি। তবে সব কিছুর আগে বেওয়রিশ কুকুর নিয়ে একটি সুস্পষ্ট নীতিমালা জরুরি বলেও মনে করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের দায়িত্বশীল মহল।।

সিটি করপোরেশনের প্রাণী সম্পদ কর্মকর্তার মতে, ‘উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হলে এ ব্যাপারে প্রাণী সম্পদ বিভাগের সাথে নগর ভবন এক সাথে কাজ করবে’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network