
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা বন্দরে অবৈধ ভাবে সরকারি জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করছে প্রভাবশালীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হারতা বন্দরে সরকারি খাস জমি ও রাস্তা দখল করে অবৈধ ভাবে ব্যবসা প্রতিষ্ঠান করেছে সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের প্রভাবশালী মোস্তফা খানের ছেলে মোঃ বিল্লাল খান। রাস্তার অর্ধেকটাই দখল করে খান ফল নামের ব্যবসা প্রতিষ্ঠান করেছে। একারনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। এ নিয়ে এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
এদিকে সড়ক দুর্ঘটনা থেকে রক্ষাসহ সরকারি জমি দখল মুক্ত করার লক্ষ্যে অচিরেই অবৈধ স্থাপনা অপসারণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সু-দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।
এ ব্যাপারে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান সরেজমিনে তদন্ত সাপেক্ষে অবৈধ স্থাপনা অপসারণ করা হবে