
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বরিশালের বাকেরগঞ্জে তুলাতলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ভাঙ্গন কবলিত এলাকাবাসী এ মানববন্ধনে করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই একটি প্রভাবশালী মহল ড্রেজিং করে তুলাতলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে।ফলে তুলাতলা নদীর দুই তীর ভাঙনের শিকার হচ্ছে। এতে করে এলাকার মানুষের ফসলি জমি ও বাড়িঘর হুমকির মুখে পড়ছে। শুধু তাই নয় নদীর স্বাভাবিক গতি প্রবাহ ব্যাহত হয়ে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে তারা আরো কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন।
মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে তুলাতলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।