
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বরিশালে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্বদানকারী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহর অন্যতম সহযোগী বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় পৌরসভার ১নং ওয়ার্ডের রুনসী এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্বে ছিলেন লোকমান হোসেন ডাকুয়া। বিগত ১৭ বছর ক্ষমতার দাপটে চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও টেন্ডারবাজিসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সুরেজীত বড়ুয়া সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার বিকেলে ওসি আবুল কালাম আজাদের নেতৃত্বে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা রয়েছে।