
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে সিআরএসএস এর সুরক্ষা প্রকল্পের উদ্যোগে উপকারভোগীদের মাঝে ফলজ,বনজ,সবজি বীজসহ বিভিন্ন প্রজাতির চাড়া গাছ বিতরণ করেছে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
২৭ আগষ্ট উপজেলার হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ১০ টায় সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস) প্রকল্পের উপভোগিদের মাঝে ফলজ,বনজ,ও ঔষুধি গাছের চারা এবং মৌসুমী সবজি বীজ বিতরন করা হয়।
এসময় সিআরএসএস বরিশাল প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবীন বল্লভ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারতা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তালুকদার,উজিরপুর উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক মোসাঃ শিরিন আক্তার,হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকেন চন্দ্র হালদার,জীবন ও প্রকৃতি ক্লাব এর সম্পাদক অ্যালবার্ট রিপন বল্লভ,ওয়ার্ল্ড ভিশন এর এপি ম্যানেজার সিলভিয়া ডেইজি।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।