
উজিরপুর প্রতিনিধিঃ সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় একের পর এক সরকারি ফেরিঘাট নির্মাণের জমি ও ব্রীজের এপ্রোচ দখল বহুতল ভবন নির্মাণ করছে প্রভাবশালী ভূমিদস্যুরা।
এ ঘটনায় সাতলা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সরেজমিনে গিয়ে দেখা যায় মৃত ইদ্রিস হাওলাদারের স্ত্রী রেশমা বেগম সাতলা টু কোটালীপাড়া যোগাযোগের মাধ্যম সরকারি ব্রীজের এপ্রোচের জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছে।
এছাড়া পশ্চিম সাতলা গ্রামে সেলিম বালি সরকারি ফেরিঘাট নির্মাণের জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছে। যেন দেখার কেউ নেই। এ ব্যাপারে স্থানীয়রা অভিযোগ করে বলেন তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগের দোসর সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটন এর দাপটে ইদ্রিস হাওলাদার সরকারি জমি দখল করে নেয়। তিনি মারা যাওয়ার পর উক্ত জমিতে তার স্ত্রী রেশমা বেগম কয়েক মাস ধরে বহুতল ভবন নির্মাণ করছে।
ফেরিঘাট নির্মাণের পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ক্ষমতার দাপটে সেলিম বালি বহুতল ভবন নির্মাণ করছে। অভিযুক্ত সেলিম বালি বিষয়টি এড়িয়ে যায়।
অভিযুক্ত রেশমা বেগমকে ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান সরেজমিনে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ভূমিদস্যুদের কবল থেকে অচিরেই সরকারি জমি দখল মূক্ত করার দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।