
বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি : বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সাবেক সভাপতি সভাপতি অধ্যাপক এস.এম. খলিলুর রহমানকে স্থানান্তর জনিত বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাবের নিজস্ব নতুন ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও একই অনুষ্ঠানে নতুন ২০ জন নতুন সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে।
বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সভাপতি অধ্যাপক শাহে আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ.এম. শাহজাহান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপাধ্যক্ষ মকবুল হোসেন, সাবেক সভাপতি খলিলুর রহমান, সহ সভাপতি মো. মাসুদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর মুহাম্মাদ সালেহ, সদস্য অধ্যাপক গোলাম হোসেন, মো. ফারক হোসেন, অপু চন্দ্র দাস, মঞ্জুর রহমান টুটুল, সাখাওয়াত হোসেন, মো. নুরুল হক, মো. মনোয়ার হোসেন, তহমিনা আক্তার, দিলিপ কুমার পাল, কাজী এনায়েত হোসেন, অধ্যাপক মোক্তার হোসেন, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী সভাপতি এস.এম. খলিলুর রহমানের কর্মজীবন, সততা ও নেতৃত্বগুণের ভূয়সী প্রশংসা করেন। তার ক্লাবের জন্য রেখে যাওয়া অবদান ও দায়িত্বশীল ভূমিকাকে শিক্ষকমহলে অনুকরণীয় বলে উল্লেখ করেন উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা এস.এম. খলিলুর রহমানকে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানান। অধ্যাপক এস. এম. খলিলুর রহমান তার দীর্ঘ ৪০ বছরের কর্মময় জীবনে বাবুগঞ্জ ডিগ্রি কলেজে অধ্যাপনার মতো মহান পেশায় নিয়োজিত ছিলেন। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের অন্যতম সংগঠক ও নিবেদিতপ্রাণ সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
শিক্ষাক্ষেত্রে তার নিষ্ঠা, দায়িত্ববোধ ও অবদানের স্বীকৃতিস্বরূপ এবং কর্মস্থল বাবুগঞ্জ থেকে নিজ জেলায় সদ্য স্থানান্তরের প্রেক্ষিতে বাবুগঞ্জ টিচার্স ক্লাব কর্তৃক এক সম্মাননা ও বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়।
এই আয়োজনের মাধ্যমে সহকর্মীরা অধ্যাপক খলিলুর রহমানকে হৃদয় থেকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান। একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি বাবুগঞ্জে শিক্ষাজীবনের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেলেন।