
বাকেরগঞ্জ ( বরিশাল) সংবাদদাতা// ঢাকায় নিজ কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশালের বাকেরগঞ্জে মশাল মিছিল করেছে গন অধিকার পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্ররা।
শনিবার (৩০ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় গণঅধিকার পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্রদের একটি মশাল মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক ঘুরে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য দেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আবিদ আল ইসলাম সজল ও ছাত্র প্রতিনিধি আরিফুর রহমান।
বক্তব্যে শুক্রবার গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের উপর হামলার জন্য যৌথ বাহিনী ও জাতীয় পার্টিকে দায়ী করে অবিলম্বে জাপাকে নিষিদ্ধ করাসহ আহত ভিপি নুরকে উন্নত চিকিৎসা প্রদানের ব্যবস্থা করার দাবি জানান।