বরিশালের যে সংগঠনগুলোর নাম্বারে কল দিলেই বাসায় চলে আসবে অক্সিজেন
Barisal Crime Trace -HR
প্রকাশিত এপ্রিল ২৯ বৃহস্পতিবার, ২০২১, ০৪:০২ অপরাহ্ণ
সারাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় অক্সিজেনের জন্য মানুষের দুশ্চিন্তা যেমন বেড়েছে, তেমনি আবার অক্সিজেন সুবিধা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে বেশ কিছু সংগঠন।
ফোন করলেই তারা বাসায় এসে দিয়ে যাচ্ছে সিলিন্ডার। এ জন্য বেশিরভাগই কোনো টাকাও নিচ্ছে না। তবে বহু প্রতিষ্ঠান আছে যারা সিলিন্ডার ভাড়া দিচ্ছে, কেউ চাইলে সিলিন্ডার কিনতেও পারেন।
তবে একজন বক্ষব্যাধি চিকিৎসক জানিয়েছেন, রোগীর অক্সিজেন লাগলে নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে বিশেষজ্ঞর পরামর্শ নেয়া ভালো।
বরিশালে পুলিশের অক্সিজেন পেতে হলে সেবাকেন্দ্রের ০১৩২০০৬৪১০২ ও বিএমপি কন্টোল রুমের ০১৩২০০৬৬৯৯৮ এ নম্বরে ফোন করলেই হবে। এছাড়াও বাসদের নেতাদের সাথে যোগাযোগ করলেও বিনামুল্যে মিলবে অক্সিজেন সিলেন্ডার।