
ইফতেখার শাহীন,বরগুনা। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দীর্ঘ প্রায় দেড় যুগ পর উৎসবমূখর পরিবেশে এবারে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে বিএনপি।
৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রাণ ফিরে পায় বাংলাদেশের এই বৃহৎ দলটি। ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার দিনভর নানা কর্মসূচির মধ্যে, সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণি।
আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ্ধসঢ়; ফারুক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম সফিকুজ্জামান মাহফুজ, হুমায়ূন হাসান শাহীন, অ্যাডভোকেট মো. রেজবুল কবির প্রমূখ। এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম মণি বলেন, সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের ফেব্রæয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।
প্রতিষ্ঠা বার্ষিকীর এ দিনে আমাদের শপথ নিতে হবে, বাংলাদেশে যেনো কোন অবস্থাতেই স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে না পারে। বিএনপি নির্বাচনে জয়ী হলে দেশে একটি জাতীয় সরকার গঠন করা হবে, যেখানে সব দলের অংশগ্রহণের সুযোগ থাকবে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠ‚ভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্ধসঢ়;বান জানান তিনি।