
মোঃ সাদ্দাম হোসেন //বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে আজ সোমবার (১লা সেপ্টেম্বর ২০২৫ ইং) বিকাল ৩টায় এক বর্ণাঢ্য ও গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাস্থল ছিল বরিশালের প্যারারা রোড গির্জা মহল্লা মর্ডান ডায়াগনস্টিক ভবনের তৃতীয় তলা।
এই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের বরিশাল উত্তর, দক্ষিণ ও মহানগরের সকল পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ। তারা ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কর্মজীবী দলের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে হবে।
এ সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান। অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। সভায় নেতাকর্মীদের উপস্থিতি বরিশাল কর্মজীবী দলের শক্তি ও ঐক্যের প্রতিফলন ঘটায়।