
মিল্টন কবিরাজঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের উদ্যোগে সোমবার (১ সেপ্টেম্বর) আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালির নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ বিন সাখাওয়াত, আশিক মাহমুদ, শফিকুল ইসলাম নিপু সহ আরও অনেকে। ছাত্রদলের নেতাকর্মীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও জাতীয়তাবাদী স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রাঙ্গণ প্রকম্পিত করেন।
আনন্দ র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে আহ্বায়ক সাজ্জাদ বিন সাখাওয়াত বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে। শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল সব সময় গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে। সরকারি বরিশাল কলেজ ছাত্রদল বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে অঙ্গীকারবদ্ধভাবে অংশ নেবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।