
উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ: গণতন্ত্রের শত্রুদের প্রতিহত করে আগামী নির্বাচনে জনগন বিএনপিকে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় আনবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা গণতন্ত্রের শত্রু। বিগত ১৬ বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি । তখন গণতন্ত্র ছিলনা।
গণতন্ত্র পুনরুদ্ধার ও সঠিক ভোটাধিকার প্রয়োগে আমাদের যে লড়াই সেই লড়াইয়ের ফসল পূর্ণতা পাওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে। ফ্যাসিবাদ পতনের জন্য আমরা লড়াই করেছিলাম। জুলাই-আগস্টে অসংখ্য ছাত্র-জনতা, শ্রমজীবী ও সাধারণ মানুষ জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।
বরিশালের বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাকেরগঞ্জ বন্দরে বিএনপির অস্থায়ী কার্যালয় শেষ হয়।
বাকেরগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক এ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লার সঞ্চালনায় র্যালী পূর্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক শিকদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন। র্যালীর পূর্বে সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে মিছিলে মিছিলে সমাবেশস্থল জনসমুদ্রে রুপ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন বলেন, বাকেরগঞ্জের টাকার বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কর্মীদের দিয়ে পকেট কমিটি দেয়া হয়েছে। দলের ত্যাগী, যোগ্য ও পরীক্ষিত নেতাদের জায়গা দেয়া হয়নি। আগামী রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আওয়ামী লীগ নেতাদের সাথে যাদের ছবি থাকবে তাদের কমিটিতে রাখা যাবেনা।
তার সেই নির্দেশ উপেক্ষা করে জেলা বিএনপি নেতারা বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র কমিটিতে টাকার বিনিময়ে অযোগ্যদের পদ পদবী দিয়েছে। এ বিষয়ে তিনি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ। আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে বিএনপিকেই নির্বাচিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এ্যাড. রাজন।