নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি এখন তেজগাঁও জোনের ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির বিষয়টি উল্লেখ করা হয়। এদিন আরও ৬ জনকে এই পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম, মো. আনিসুর রহমান, বিপ্লব বিজয় তালুকদারকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এ ছাড়া সিআইডির পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম, বিশেষ শাখার (এসবির) পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও পুলিশ অধিদপ্তরের সহকারি মহাপরিদর্শক (এআইজি) শেখ রফিকুল ইসলামকেও ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।