
বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলা ফোরাম ঢাকা’র আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর পুরানা পল্টনে বাবুগঞ্জ উপজেলা ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বাবুগঞ্জ উপজেলা ফোরামের সভাপতি ডক্টর আব্দুছ ছবুর মাতুব্বর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখার আমীর ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
বাবুগঞ্জ ফোরামের সেক্রেটারি অ্যাডভোকেট এ.এম নুর-এ-আলম সোহাগ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার সহকারী সেক্রেটারি মো. আজিজুর রহমান অলিদ এবং বাবুগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমীর মুহাম্মদ রফিকুল ইসলামসহ বাবুগঞ্জ উপজেলা ফোরাম ও বাবুগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা, কর্মীদের প্রস্তুত রাখা এবং জনগণের কাছে ইসলামী রাজনীতির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নানা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।