
বাবুগঞ্জ প্রতিবেদকঃ বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
তিনি ৯ সেপ্টেম্বর চাঁদপাশা ইউনিয়নের ময়দানেরহাট,বটতলা, রেইনন্ট্রিতলা বাজারে গণসংযোগ করেন। গণসংযোগ কালে তিনি কালে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও উন্নয়ন ভাবনা শেয়ার করেন।
গণসংযোগ শেষে তিনি চাঁদপাশা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সাথে মত বিনিময় করেন।
গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, চাঁদপাশা ইউনিয়ন জামায়াতের জামাল হোসেন, মাওলানা মোস্তাফিজুর রহমান, চাঁদপাশা ইউনিয়ন আমির মাস্টার জাকির হোসেন, যুব বিভাগের সাবেক সভাপতি মোঃ সবুর খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাবুগঞ্জ উপজেলা সভাপতি লাভলু মীর,যুব নেতা নজরুল ইসলাম খান,সাবেক ছাত্রনেতা মোঃ সাইফুল ইসলাম আকনসহ চাঁদপাশা ইউনিয়নের সকল ওয়ার্ডের কর্মীরা উপস্থিত ছিলেন।