
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
সভায় ধর্ম যার যার উৎসব সবার, আসন্ন শারদীয় দূর্গা উৎসব স্বাচ্ছন্দ্যে উদযাপন করবে হিন্দু ধর্মাবলম্বীরা। সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিএনপি,জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা ও পুলিশ-প্রশাসন ঐক্যবদ্ধ হয়েছে।
১১ সেপ্টেম্বর বৃহষ্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, বরিশাল জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওঃ আব্দুল মান্নান মাষ্টার, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী,
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উজিরপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন,উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নুর হোসেন,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রহমতুল্লাহ বারি,উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গা উৎসব উদযাপনকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন তিনি।