উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর মডেল থানার উদ্যোগে ব্যাপক আয়োজনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩ টায় উজিরপুর মডেল থানা কম্পাউন্ডে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম এর সভাপতিত্বে ও এসআই জ্যোতির্ময় হালদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন,পৌর বিএনপির সাধারন সম্পাদক রোকনুজ্জামান টুলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল খালেক,উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা মোঃ শাহে আলম।
উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর বি এন খান ডিগ্রী কলেজের সাবেক প্রফেসর অশোক রায় চৌধুরী, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট উজিরপুর উপজেলা শাখার সভাপতি বিনয় চন্দ্র দাস, সাধারন সম্পাদক বরুন দাস, উজিরপুর উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি মুহাইমিনুল ওয়াহেদসহ উজিরপুর উপজেলার সকল পুজা মন্ডপের সভাপতি ও সম্পাদক।
এছাড়া বিভিন্ন সামাজিক,রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার সভাপতি উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালামসহ উপস্থিত অতিথি বৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা মুলক আলোচনা করেন।